১৬

চট্টগ্রাম-১৬

সংসদীয় আসন (বাঁশখালী)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বৃহত্তর সুন্নী জোটের সমর্থিত | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে

সংসদ সদস্য পদপ্রার্থী

জননেতা হযরতুলহাজ্ব আল্লামা
আব্দুল মালেক আশরাফী-কে

"বিশিষ্ট আলেমেদীন, ইসলামী চিন্তাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ"

চেয়ার প্রতীক

নির্বাচনী মার্কা

চেয়ার

মাওলানা আব্দুল মালেক আশরাফী
চেয়ার মার্কায় ভোট দিন

সুপ্রিয় বাঁশখালীবাসী,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আপনারা জানেন, বহুমুখী ঐতিহ্যের ধারক চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অসংখ্য জ্ঞানী-গুণী, পীর-বুজুর্গ, অলি-দরবেশ, আলেম-ওলামা, ঋষি-মনীষী ও কীর্তিমান ব্যক্তিদের স্মৃতি বিজড়িত এ উপজেলা। দেশের এযাবতকালের গৌরবোজ্জ্বল সকল আন্দোলন-সংগ্রামে অত্র উপজেলাবাসীর বিরোচিত ভূমিকা অনস্বীকার্য। স্মরণাতীতকাল থেকেই শিক্ষা-দীক্ষাসহ সার্বিক ক্ষেত্রে এ উপজেলা বরাবরই অগ্রসরমান হলেও এ উপজেলা পূর্ব থেকেই নানাভাবে বৈমাত্রিক অবহেলার শিকার। অতএব, আসন্ন নির্বাচনে অত্র এলাকার সার্বিক উন্নয়ন তথা একটি আধুনিক ও সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণের লক্ষ্যে চেয়ার প্রতীকে আপনার মূল্যবান ভোট প্রদান করে জনগণের সেবা করার সুযোগ প্রদান করবেন।

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

মাওলানা আব্দুল মালেক আশরাফী

হযরতুলহাজ্ব আল্লামা আব্দুল মালেক আশরাফী বাঁশখালী উপজেলার স্থায়ী বাসিন্দা। চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলা ০৬ নং (ক) কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ডিগ্রি পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব মরহুম দুধু মিয়ার তৃতীয় ছেলে, মরহুম মাস্টার আবদুর রহমান ও মাস্টার এম.এ মন্নানের ছোট ভাই। তিনি সুফীবাদী আদর্শ অনুসৃত ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ জাতীয় রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নিবন্ধন নং-৩০) এর কেন্দ্রীয় সদস্য।

তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল হাদীস ও ফিকহ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। লেখাপড়া সম্পন্ন করার পর থেকে তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে বাঁশখালীস্থ প্রেমাসিয়া রেজভীয়া সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও বাঁশখালী বামারা আলীশাহ (রহ) সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে ফতেপুর জেবি নুরীয়া মাদ্রাসা ফটিকছড়িতে প্রধান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি একজন মিষ্টভাষী, সদালাপী তথা ধর্মীয় গুণাবলি সমৃদ্ধ ব্যক্তি হিসেবে এলাকায় তার সুখ্যাতি রয়েছে। গোটা বাঁশখালীর জনসাধারণ, পীর-মাশায়েখ, আলেম-ওলামা তথা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁর রয়েছে গগনচুম্বী জনপ্রিয়তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষে "চেয়ার প্রতীকে" তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করি তাঁকে আপনার মূল্যবান রায় দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাঁশখালী গড়ার সুযোগ দিবেন।

অঙ্গীকারনামা

প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি

বাঁশখালীর প্রধান সড়ককে চার লাইনে উন্নীত করে আনোয়ার কলার বিবির দিঘি থেকে কক্সবাজারের সাথে সংযুক্ত করা।

বাঁশখালীর প্রধান সড়কের সাথে সংযুক্ত উপ-সড়ক এবং গ্রাম্য সড়ক সমূহ প্রশস্তকরণ পূর্বক সংস্কার করা।

যানজট নিরসনে প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গোল-চত্বরের ব্যবস্থা করা।

পশ্চিম বাঁশখালীর আশরাফ আলী শাহ (রহ.) সড়ক (খানখানাবাদ হতে দক্ষিণ ছনুয়া) আধুনিকায়ন করা।

শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে সিসি ক্যামেরা ও ওয়াইফাই এর ব্যবস্থা করা।

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সুবিধার্থে বাঁশখালী উপজেলায় যে কোন একটি কলেজে মাস্টার্স কোর্স চালু করা।

আদর্শ চরিত্র গঠনে, ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা তথা নীতি-নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে তোলা।

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সহায়তা, বিনোদন কেন্দ্র ও পার্ক নির্মাণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি।

জিরো টলারেন্স নীতি অনুসরণ পূর্বক মাদক, সন্ত্রাস, ইয়াবা, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের জন্য চিকিৎসক ও জনবল বৃদ্ধি, উন্নত যন্ত্রপাতি সংযোজন, প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা ও জরুরী সেবা উন্নত করা।

১১

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আওতায় প্রত্যেক ওয়ার্ডে ১টি করে চিকিৎসা সেবামূলক স্বাস্থ্য কেন্দ্র করা।

১২

ধর্ম, বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিতকরণের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।

১৩

জনগণের জান-মাল, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা সমূহের নিরাপত্তার ব্যবস্থাপূর্বক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।

১৪

কৃষি ও লবণ শিল্পের ন্যায্যমূল্য নিশ্চিত করে এই শিল্পকে ধ্বংসের চক্রান্ত থেকে রক্ষা করা।

১৫

সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি দমন এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া।

১৬

বাঁশখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সড়কের ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট সংস্কার করে শিক্ষার্থীদের যাতায়াতের সু-ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা।

১৭

খেলাধুলার মাঠ সমূহ সংরক্ষণ ও আধুনিকায়ন করা।

"আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ইং অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট একটি পবিত্র আমানত। এ পবিত্র আমানতের কোন প্রকার অপপ্রয়োগ কাম্য নয়। এ নির্বাচনে বীর প্রসবনী বাঁশখালীর কৃতিসন্তান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ হযরতুলহাজ্ব আল্লামা আব্দুল মালেক আশরাফী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করি অত্র এলাকার সার্বিক উন্নয়ন তথা একটি আধুনিক ও সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণের লক্ষ্যে চেয়ার প্রতীকে আপনার মূল্যবান ভোট প্রদান করে জনগণের সেবা করার সুযোগ দিবেন।"

আসুন বাঁশখালীবাসীর সেবা করার সুযোগ দিন

চেয়ার প্রতীক
একটি পবিত্র আমানত

চেয়ার মার্কায়

ভোট দিন

"ইনসাফ, উন্নয়ন ও সমৃদ্ধির চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) গড়তে ঐক্যবদ্ধ হোন!"

চেয়ার প্রতীক চেয়ার মার্কায় ভোট দিন
প্রতিশ্রুতি